খবর বাংলা ডেস্ক :
বিশ্বকাপ ট্রফি প্রথমবারের মতো কাছ থেকে দেখার সুযোগ পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কোকা-কোলার বিশ্বভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছায় বহুল কাঙ্ক্ষিত এই ঐতিহাসিক ট্রফি। ট্রফি বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন জামাল।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমকে জামাল ভূঁইয়া বলেন, টেলিভিশনে অনেকবার বিশ্বকাপ ট্রফি দেখলেও সামনে থেকে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। তিনি জানান, ট্রফিটি তিনি ধারণার চেয়ে বড় মনে হয়েছে এবং এর ওজন প্রায় চার কেজি ও খাঁটি স্বর্ণের তৈরি—এ তথ্য জেনে তাঁর অনুভূতি আরও গভীর হয়েছে।
এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো ফুটবল বিশ্বকাপ ট্রফি। জামালের বিশ্বাস, এই ট্রফির উপস্থিতি দেশের বর্তমান ও আগামীর ফুটবলারদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হয়ে উঠবে। তাঁর মতে, যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে এবং কঠোর পরিশ্রম করছে, এই ট্রফি তাদের লক্ষ্য অর্জনের পথে আরও উৎসাহ জোগাবে। নতুন প্রজন্ম ভবিষ্যতে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নিজেদের একটি অধ্যায় লিখতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ২০০২ ফুটবল বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভার সঙ্গেও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। এ সময় নিজের ব্রাজিল-প্রীতির কথাও তুলে ধরেন জামাল। তিনি বলেন, শৈশব থেকেই তিনি ব্রাজিল দলের ভক্ত এবং তাঁর প্রথম প্রিয় ফুটবলার ছিলেন রোনালদো নাজারিও। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দল—রোনালদো, রিভালদো, রোনালদিনিয়ো ও গিলবার্তো সিলভা—তাঁকে ফুটবলের প্রতি গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে নিজের জন্মস্থানের কথাও স্মরণ করেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, তাঁর প্রথম পছন্দ ডেনমার্ক। তবে ডেনমার্ক যদি বিশ্বকাপ জিততে না পারে, তাহলে তিনি চান ব্রাজিল শিরোপা জয় করুক।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











