গত ২৪ ঘণ্টায় ভারতের মুম্বাই ও মহারাষ্ট্র রাজ্যে প্রবল বৃষ্টিপাত এবং বন্যার কারণে ছয়জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়েছে।
মহারাষ্ট্রের নান্দেড় জেলায় বন্যা পরিস্থিতির কারণে পাঁচজন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ মোকাবিলা বাহিনী তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, তবে প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে।
এদিকে, মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ১৮টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং ৬টি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) মোতায়েন করা হয়েছে। নান্দেড় জেলার মুখেদ তালুক থেকে ২৯৩ জনকে উদ্ধার করা হয়েছে।
মৃত্যুর মধ্যে বিড জেলায় একজন, মুম্বাইতে একজন এবং নান্দেড় জেলায় চারজন অন্তর্ভুক্ত। মুম্বাইসহ উপকূলীয় জেলাগুলিতে বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে, বহু এলাকা জলমগ্ন হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।