টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুব্রত চন্দ্র গোপ (৩৮) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুব্রত চন্দ্র গোপ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিখিল চন্দ্র গোপের ছোট ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, পিতা-মাতা, ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুরে নারান্দিয়া শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয়জন, সহকর্মী এবং সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমায়।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গুপিনাথ মোদক, সাধারণ সম্পাদক রানা সরকার, ইউনিয়ন পূজা ফ্রন্টের আহ্বায়ক মাধাই চন্দ্র দাস ও সদস্য সচিব শিবেশ চন্দ্র মোদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।











