টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী উপজেলার গাবসারা ইউনিয়নের চরগাবসারার নতুন হাটের পাশে কোষা নৌকা বাইচের আয়োজন করেন স্থানীয় চরবাসী।
সকাল থেকেই নদীর তীরবর্তী এলাকা নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মাঝি-মাল্লারা দুই গ্রুপে নৌকা বাইচে অংশ নেন। দর্শনার্থীরা উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করেন এবং নদীর তীরে সবার উপস্থিতি নদীর দৃশ্যকে প্রাণবন্ত করে তোলে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মাঝি-মাল্লাদের হাতে ফ্রিজ, টেলিভিশন ও অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
নৌকা বাইচের উদ্বোধন করেন গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী ইয়াদুজ্জামান, সভাপতিত্ব করেন গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবুল ভূঁইয়া, এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুজ্জামান (কাজী শাহীন) ও অন্যান্যরা।
নৌকা বাইচ প্রতিযোগিতা স্থানীয় ঐতিহ্য ও ক্রীড়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি গ্রামবাংলার মানুষকে আনন্দের এক অনন্য দিন উপহার দিয়েছে।