বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের ধারাবাহিকতাতেই বিশ্বাসী।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমাদের টাঙ্গাইল’ আয়োজিত এসএসসি-২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, “আমরা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চাই না। আমরা চাই সাধারণ মানুষ তার এলাকার প্রতিনিধি নিজের ভোটে নির্বাচন করুক। যারা অন্য পদ্ধতির কথা বলেন, তারা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।”
তিনি আরও বলেন, “এই দেশের মানুষ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। ক্ষমতায় যাওয়া নয়, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতেই আমাদের সংগ্রাম।”
ভোট ও প্রতিনিধিত্ব প্রসঙ্গে টুকু উদাহরণ দিয়ে বলেন, “যেমন ক্রিকেটে সিরিজ জিতলেও এক ম্যাচে বেশি রান করলেই সিরিজ জেতা হয় না, তেমনি ভোট দিলাম এক জেলায়, অথচ এমপি হলেন অন্য জেলার—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মির্জা শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন দ্য প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
			
    	
		    
                                
                                





							



