মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ জানুয়ারি) টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার কুড়ালিয়া সিটি ভাটার মালিককে চার লাখ, আশা ব্রিক্সকে পাঁচ লাখ, মধুপুর ব্রিকসকে চার লাখ, ফাইভস্টার ব্রিকসকে চার লাখ, রিপন ব্রিকসকে চার লাখ এবং তিতাস ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরো পড়ুন – স্বাধীনতার ৫১ বছর পরেও ভোটের জন্য লড়াই করতে হচ্ছে : শাহ্জাহান
এ সময় ইটভাটার মালিকদেরকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন ও সহকারী পরিচালক তুহিন আলম।
এসময় প্রসিকউটরের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, এ ছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
আরো পড়ুন – বাসাইলের নথখোলার ভূক্তভোগীদের জিজ্ঞাসা – বালুখেকোদের এতো শক্তি কোথায়?
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। সম্পাদনা – অলক কুমার