মধুপুর প্রতিনিধি : মধুপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দুর্গোৎসবে পূজা মন্ডপগুলোতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুর্গোৎসবের মহাসপ্তমী ও অষ্টমী যথাক্রমে শুক্র ও শনিবার পৌর এলাকার ২২টিসহ ৪৭টি মন্ডপে প্রশাসন পৌরসভা মিলে সাড়ে নয় হাজার মাস্ক বিতরণ করেছে।
মন্ডপ সংশ্লিষ্ট ও মন্ডপ পরিদর্শনে আসা ভক্ত নারী পুরুষ, শিশুদের জন্য এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে করোনা প্রভাবমুক্ত তথা স্বাস্থ্য সুরক্ষায় এ মাস্ক দেয়া হয়েছে।
মেয়র মাসুদ পারভেজ জানান, পৌর এলাকার পূজা মন্ডপগুলোতে সাড়ে চার হাজার মাস্কের সাথে প্রয়োজন মতো হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ মধুপুর শাখার সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী স্বপন জানান, এবার উপজেলায় মোট ৪৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তবে গতবারের চেয়ে উপজেলায় ৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে না।
এবার করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষায় নজর রাখতে হচ্ছে।
এ কাজে প্রশাসন ও পৌরসভা এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।