টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীর চর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৭ম বার্ষিক অ্যাথলেটিক সপ্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করা হয়।জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু জুবাইর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. ইমাম হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. ইসতিয়াক আহমেদ তালুকদার।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মাহফুজ রেজা। দুই দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১৩৬টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।











