মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য আশাব্যঞ্জক খবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে আজ (১৪ মে) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
বৈঠকের পর এক ভিডিও বার্তায় ড. আসিফ নজরুল জানান, মালয়েশিয়ায় যাওয়া আটকে থাকা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে দেশটির সরকার। অল্প সময়ের মধ্যেই এ কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, “আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে বলে আমরা জানতে পেরেছি। মানবসম্পদ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, এই নিয়োগে বাংলাদেশ সবার আগে অগ্রাধিকার পাবে।”
এছাড়া, মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা, অবৈধ কর্মীদের বৈধকরণ, কেয়ারগিভার, সিকিউরিটি গার্ড, নার্স ও স্কিলড ওয়ার্কার নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “আমরা অনুরোধ করেছি যেন বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সিকে লোক পাঠানোর সুযোগ দেওয়া হয়। তারা বিষয়টি বিবেচনায় নিয়েছে এবং শিগগিরই জানাবে।”
এই আলোচনাগুলো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।