রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর দিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীসহ চট্টগ্রাম ও সিলেটে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)।
ঢাকার বাইরে চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে বিকেল ৩টায় এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন।
রাজধানীতে কখন কোথায় বিক্ষোভ:
-
আইইউবি ও এনএসইউ: বেলা ১১টা ৩০ মিনিট
-
রামপুরা ব্রিজ: দুপুর ১২টা
-
বসুন্ধরা গেট: দুপুর ১২টা
-
উত্তরা বিএনএস: দুপুর ১২টা
-
আশুলিয়া (খাগান): দুপুর ১২টা
-
ব্র্যাক ইউনিভার্সিটি: দুপুর ১২টা ৩০ মিনিট
-
নর্দার্ন ইউনিভার্সিটি: দুপুর ১২টা ৩০ মিনিট
-
সাউথইস্ট ইউনিভার্সিটি: দুপুর ১টা
-
উত্তরা ইউনিভার্সিটি: দুপুর ১টা
-
ড্যাফোডিল ইউনিভার্সিটি: দুপুর ১টা
-
মিরপুর-১০: বিকেল ৪টা
মিটফোর্ডে প্রকাশ্যে এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদে যুক্ত হচ্ছেন।