টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২৩নং বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৪নং মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতায় শিক্ষার্থী ও শিক্ষকরা মারাত্মক সমস্যার মুখে পড়েছেন। দুই বিদ্যালয়ে মোট ৮০০’র বেশি ক্ষুদে শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীরা বৃষ্টির পর বিদ্যালয়ে চলাচলে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
২৩নং বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত, ২০১৮ এবং ২০১৯ সালে রাষ্ট্রপতির পুরস্কারও পেয়েছে। বিদ্যালয়ে বর্তমানে ৫০০’র বেশি শিক্ষার্থী পড়ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার জানান, স্কুলের রাস্তা ও চারপাশের নিচু অংশে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। “এজন্য শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি,” বলেন তিনি।
সদরের ১৪নং মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এও একই সমস্যা বিরাজ করছে। এখানে শিক্ষার্থী সংখ্যা ৩০৬ জন। প্রধান শিক্ষিকা আঞ্জুমানয়ারা আক্তার জানান, বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। পাশের আবাসিক এলাকা থেকে পানি প্রবেশ করায় সমস্যাটি তীব্র হয়। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসলেও পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার জন্নাতুল ফেরদৌস বলেন, “উভয় বিদ্যালয়ই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জলাবদ্ধতা ও অন্যান্য সমস্যার সমাধানের জন্য বরাদ্দ চেয়ে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই অল্প দিনের মধ্যে কাজ করা সম্ভব।”
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পাঠদানে অংশ নিতে পারবে এবং শিক্ষা কার্যক্রমে গুণগত উন্নয়ন সম্ভব হবে।