রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে সেনাবাহিনীর একটি চৌকস দল মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন: মো. হৃদয় (২৬), মো. নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চাঁদা না দেওয়ায় একজনকে কুপিয়ে আহত করার দৃশ্য দেখা যায়। ভিডিওতে নয়ন ও তার কিশোর গ্যাং সদস্যদের দেশীয় অস্ত্রসহ শোডাউন করতেও দেখা যায়।
ঘটনার পর নয়নের গতিবিধি নজরে রেখে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সেনাবাহিনী। এরপর অভিযান চালিয়ে নয়নকে প্রথমে গ্রেফতার করা হয় এবং তার তথ্য অনুযায়ী আরও তিন সহযোগীকে আটক করা হয়।
অভিযানে দুটি ককটেল, সামুরাই, চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো ছুরি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সন্ত্রাস, চাঁদাবাজি ও এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যে আরও সহযোগীদের শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযান চলমান।গ্রেফতার চারজনকে বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।