সেরি আয় ক্রিস্তিয়ানো রোনালদো ও চিরো ইম্মোবিলের হাতে আর মাত্র একটি করে ম্যাচ বাকি। বিস্ময়কর কিছু না হলে পর্তুগিজ ফরোয়ার্ডকে পেছনে ফেলে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতবেন ইতালির ফরোয়ার্ড। রোনালদোর মতো গোলমেশিনকে পেছনে ফেলে সেরা হওয়াটা ইম্মোবিলের জন্য দারুণ অর্জন হবে বলেই মনে করেন লাৎসিও কোচ সিমোনে ইনজাঘি।
এক ম্যাচে চার গোলের ঘাটতি পুষিয়ে ইম্মোবিলেকে পেছনে ফেলা পর্তুগিজ ফরোয়ার্ডের জন্য অসম্ভব না হলেও ভীষণ কঠিন। লাৎসিও কোচ সিমোনে তাই শিষ্যর সম্ভাব্য অর্জন নিয়ে দারুণ উচ্ছ্বসিত।
“রোনালদো আছে, তাই এটা চিরো ইম্মোবিলের জন্য দারুণ এক অর্জন হবে। সবার জন্য পুরস্কার এবং গর্বের বিষয় হবে।”
লিগের সেরা গোলদাতা হওয়ার সঙ্গে দারুণ এক রেকর্ডের হাতছানিও আছে ইম্মোবিলের সামনে। ২০১৫-১৬ মৌসুমের লিগে ৩৬ গোল করে রেকর্ড গড়েছিলেন সেসময় নাপোলির হয়ে খেলা গনসালো হিগুয়াইন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এই কীর্তি ছোঁয়া বা ভাঙার সুযোগ আছে লাৎসিওর ফরোয়ার্ডের সামনে।
সেরি আতে নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রেসসিয়াকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচে এক গোল করেন ইম্মোবিলে। কাইয়ারির মাঠে ২-০ ব্যবধানে হেরে আসা ম্যাচে রোনালদো ছিলেন গোলহীন।
আগামী ১ অগাস্ট নাপোলির বিপক্ষে ম্যাচ দিয়ে লাৎসিও এবং রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শেষ করবে ইউভেন্তুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম