লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় এক মাস ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়া, নিয়মিত লোডশেডিং এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে পানির পাম্প সচল রাখা সম্ভব না হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধলক্ষাধিক মানুষের মধ্যে প্রায় ২৫ হাজার পানির গ্রাহক রয়েছেন। প্রতিদিন প্রয়োজন প্রায় ২৫ লাখ লিটার পানির, অথচ সরবরাহ হচ্ছে মাত্র ৭-৮ লাখ লিটার। এতে করে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা পারুল বেগম বলেন, “সময়মতো বিল দিলেও পানি পাচ্ছি না। রান্না ও দৈনন্দিন কাজ বিঘ্ন হচ্ছে।”
সাবেক কাউন্সিলর তোফাজ্জল আলী স্বপন জানান, কয়েকদিন ধরে পানি না থাকায় মানুষ বোতলের পানি কিনে খাচ্ছেন। অথচ প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই।
ওয়াটার সুপার প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, “গরমে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সঙ্গে রয়েছে বিদ্যুতের ভোল্টেজ সংকট। বিষয়টি পল্লি বিদ্যুৎকে জানানো হয়েছে।”
রায়পুর পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারেফ হোসেন বলেন, “লো ভোল্টেজের সমস্যা সমাধানে কাজ চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।