গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির সময় উপজেলা ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) গভীর রাতে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নাহিদ হাসান, শৈশব বেপারী, শিব্বির মন্ডল ও দিনার আহমেদ। তারা সবাই উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর আজুগিরচালার গুলিস্তান পার্কের সামনে অপরিচিত যুবকদের চলাফেরা বৃদ্ধি পায়। স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় ছাত্রদলের নেতাকর্মীদের। পরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিজ নেতাকর্মীদের নিয়ে ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।