‘জনপ্রশাসন মন্ত্রণালয়’ লেখা এবং সরকারি মনোগ্রাম লাগানো একটি এক্স-করোলা প্রাইভেটকারে করে ঢাকার কামরাঙ্গীরচর থেকে খুলনায় আসছিলেন দুই ব্যক্তি। গাড়িটি দেখে বোঝার উপায় ছিল না, এটি মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে। তবে বুধবার (১৪ মে) রাত ৮টার দিকে খুলনার রূপসা সেতুর টোল প্লাজা থেকে ওই গাড়ি থেকে ৮০ বোতল মদ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা ‘খ’ সার্কেলের একটি টিম।
উদ্ধার করা মদের মধ্যে ৩৪ বোতল বিদেশি এবং ৪৬ বোতল দেশীয় কেরু অ্যান্ড কোম্পানির ছিল। এ সময় গ্রেপ্তার করা হয় দুইজনকে—আব্দুর রহিম শরীফ (৫৩) ও গাড়িচালক ওহাব শিকদার (৬০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, তারা নিয়মিতভাবে এই পথ ব্যবহার করে ঢাকার মাদক চক্রের নির্দেশে মদ খুলনায় সরবরাহ করতেন। গাড়িটি একটি সাবেক সচিব রাশেদ খানের স্ত্রীর নামে রেজিস্ট্রেশনকৃত বলেও দাবি করেন চালক।
আটকদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। গাড়িতে সরকারিভাবে ব্যবহৃত চিহ্ন ব্যবহার করে এই ধরনের মাদক পাচার কার্যক্রমে প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।