আগামী ১ ও ২ অক্টোবর সিডনির ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫’। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ান হাইকমিশন, ঢাকা।
এক্সপোতে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।
‘যোগ দিন, কানেকশন গড়ুন, এবং একসঙ্গে গড়ে তুলুন আগামী দিনের বাণিজ্য সফলতা’—এই প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেবেন প্রায় ৪ হাজার দর্শনার্থী।
এতে থাকবে ১০০টিরও বেশি প্রদর্শনী স্টল এবং অংশ নেবে ৩০টির বেশি চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সংগঠন।
এক্সপোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজন করা হবে এক্সক্লুসিভ B2B মিটিং, সেমিনার ও সেক্টরভিত্তিক প্রদর্শনী। আলোচনায় আসবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যে ২৬টি কৌশলগত খাতসহ ৮টি অগ্রাধিকারভিত্তিক সেক্টর, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
এক্সপো আয়োজক অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন জানান, “এটি হবে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির একটি নতুন মাইলফলক।”