নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
এর আগে, রোববার (৪ মে) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই এলাকার গোপালের ছেলে সজিব (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে টহল ডিউটিতে থাকা একটি পুলিশ টিম ওই দুইজনের গতিবিধি সন্দেহজনক মনে করে দেহ তল্লাশি করতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছু নিলে তারা পুলিশের ওপর গুলি চালাতে উদ্যত হয়। পরে পুলিশের আরেকটি টিমের সহায়তায় দুজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তারা দীর্ঘদিন ধরে খানপুর এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ওসি শাহিনূর আলম বলেন, “তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাও রয়েছে। পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা তাদের অপরাধের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। অস্ত্রটি দেশি না বিদেশি, তা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”