খবর বাংলা ডেস্ক :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দীর্ঘ সময় দলের বাইরে থাকার পর অবশেষে স্বস্তির খবর পেলেন বিএনপির ১৩ জন নেতা। বুধবার (১৪ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ের নেতাদের পুনরায় দলে অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো এবং সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা রহিম কলি আবারও আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেলেন।
এছাড়া রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনুও তার আগের পদ ফিরে পেয়েছেন। বগুড়া জেলা বিএনপির নেতাদের মধ্যেও এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে। নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ এবং মো. কামরুল হাসান জুয়েলসহ কাহালু ও গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিটের একাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি সূত্র জানায়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পর দলের প্রতি তাদের আনুগত্য ও সাংগঠনিক ভূমিকা যাচাই করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তারা এখন থেকে দলের নীতি ও আদর্শ অনুসরণ করে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
এই ঘোষণার পর সংশ্লিষ্ট জেলা ও উপজেলাগুলোতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











