জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগার থেকে শরিফুলকে আদালতে হাজির করার পর শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়। এর আগে ৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল আদালতে আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মহানগর দায়রা জজ আদালতের সামনে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে আহত হন অনিক কুমার দাস।
পরে অনিক চিকিৎসা নেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকেলে শরিফুলকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন যাত্রাবাড়ী থানার হত্যা চেষ্টা মামলায় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।