কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে এ মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবে। সেখানে মামলার পটভূমি ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।
চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন—
-
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান,
-
জেলা সাধারণ সম্পাদক আজগর আলী,
-
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার ঘটনার সাক্ষ্যগ্রহণ করবে।











