বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হওয়ার পর তার নিজের কাছেও বিকাশে টাকা ধার চেয়ে মেসেজ আসে। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হলে তিনি হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেন এবং সবাইকে সতর্ক থাকতে বলেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দুপুর ২টা ২৮ মিনিটে চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। এরপর ২টা ৪৬ মিনিটে আরও একটি নম্বরে ৩৫ হাজার টাকা বিকাশে পাঠানোর অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে চেয়ারম্যান আবদুর রহমান খান তার ফেসবুক আইডিতে ইংরেজি ভাষায় পোস্ট দিয়ে জানান—তার ফোন নম্বর হ্যাক হয়েছে। তার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে তা উপেক্ষা করার আহ্বান জানান তিনি।