কালিহাতী প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী ট্রাক চাপায় আরাফাত রহমান (১৪) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পুংলী মহেলা আদর্শ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আরাফাত মোটরসাইকেল নিয়ে মহেলা আদর্শ গ্রামের নিজ বাড়ির সামনে আসেন।
আরো পড়ুন – সরকারি কর্মচারিরা নিজেদের মনীব ভাবে – বঙ্গবীর কাদের সিদ্দিকী
এসময় ওই গ্রামের বালুর ঘাট থেকে বালু নিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আরাফাত নিহত হয়।
এলাকাবাসী জানান, স্থানীয় অবৈধ বালু ব্যবসায় হাবেল গং টাঙ্গাইলের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এখানে একটি অবৈধ বালুঘাট চালিয়ে আসছে।
তারা পুংলি রেল সেতুর নিচ দিয়ে ভারী ট্রাক চলাচলের রাস্তা তৈরি করেছে।
এতে রেলসেতুটি ঝুকিপূর্ণ হয়ে গেছে, ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ঘরনের দুর্ঘটনা।
এসময় এলাকাবাসী আরো জানান, এই রাস্তাটা দিয়ে সাধারণ মানুষের চলাচলের কোন অবস্থা নাই।
একজন গুরুতর অসুস্থ রোগীকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে না।
কোন গর্ভবতী মহিলাকে এই রাস্তা দিয়ে দ্রুত হাসপাতালে নেয়া যাবে না। হাসপাতালে নেয়ার আগেই কোন দুর্ঘটনা ঘটবে।
তারা বলেন, আমরা স্থানীয় প্রশাসন, এই ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার মেয়রের কাছে বার বার বলেও এই বালু ঘাট বন্ধ করা যায়নি।
আরো পড়ুন – আপনার শিক্ষার টাকা এসেছে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কাছ থেকে
কারণ তারা সবাই এখান থেকে লাভবান। সাধারণ মানুষের জীবনের কোন দাম নাই তাদের কাছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারি পালিয়ে গেছে। সম্পাদনা – অলক কুমার