ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী খুন

৪ ঘণ্টা লাশ রাস্তায় রেখে হত্যাকারীদের শাস্তি চান মেয়ে

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী খুন

ঘাটাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় জমি সংক্রান্ত জেরে ব্যবসায়ী কোহিনূর মিয়া (৪৫) খুন হয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত সামি চৌধুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ধলাপাড়া-ঘাটাইল সড়কের গাঞ্জানা ব্রিজ মোড় এলাকার সড়কে অবস্থান নেন তারা।

প্রায় তিন ঘন্টা স্থানীয় শত শত লোক সড়কে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করে।

পরে পুলিশ আসামি গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

আরো পড়ুন – কালিহাতীতে অবৈধ বালুঘাটের বালুবাহী ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী কোহিনূর মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে পরিবার।

জানা যায়, গত বুধবার ৮ মার্চ সন্ধ্যার দিকে দিকে একই গ্রামের বাজেয়িদ, তারা মিয়া ও ইসমাইল কোহিনুরকে ডেকে বায়েজিদের বাড়িতে নিয়ে আসে।

এরপর বায়েজিদের বাড়িতে কহিনূর এলে সামি চৌধুরীসহ কহিনূরের কথা কাটাকাটি হয়।

এরই জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে ধলাপাড়া বাজারে চিকিৎসক হাফিজ উদ্দিনের নিকট নিয়ে যায়।

এক পর্যায়ে কোহিনূরের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কোহিনূর ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে।

এদিকে ঘটনার পর ওইদিন রাতে নিহতের ছেলে জুয়েল রানা বাদী হয়ে একই এলাকার খসরু চৌধুরীর ছেলে সামি চৌধুরীসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন – সরকারি কর্মচারিরা নিজেদের মনীব ভাবে – বঙ্গবীর কাদের সিদ্দিকী

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

এ বিষয়ে গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, নিহতের পরিবারে পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে।

অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। সম্পাদনা – অলক কুমার