কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্কুল কলেজে পাশে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. মোল্লা আজিজুর রহমান।
সোমবার (২৫ জুলাই) সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজে পাশে দোকান, চা-স্টল, কফি হাউজ বা ফাস্টফুডের দোকানে বসে কোন ছাত্র-ছাত্রী আড্ডা দিচ্ছে কিনা, সেই বিষয়টি তিনি নিজে ঘুরে দেখেন।
কালিহাতীর চারটি হাই স্কুল এবং গার্লস স্কুলের আশেপাশের দোকান, চা-স্টল, কফি হাউজ বা ফাস্টফুডের দোকানগুলো ঘুরে দেখেন তিনি।
আরো পড়ুন – কালিহাতীতে ছাত্রের বাবার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ
অভিযান পরিচালনাকালে ইভটিজিং ও বখাটেদের আড্ডা বসেছে কিনা তা দেখার জন্য ব্যতিক্রম এই বিষয়টি লক্ষ্য করেন।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন- এসআই আলামিন, এস আই কাজী ফয়েজ, সেকেন্ড অফিসার মাহবুবুল আলম, ও কালিহাতির থানার এএসআই সহ সকল অফিসারবৃন্দ।
শেষে মোল্লা আজিজুর রহমান বলেন, আপনার সন্তান কই যায় তা আপনাকে খেয়াল রাখতে হবে।
আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার
আপনার সন্তান কোন মাদকাসক্ত সাথে জড়িত হচ্ছে কি না, কোন ইভটিজিং এর সাথে জড়িত হয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে এর জন্য আপনার সন্তানকে আপনি সব সময়ই আপনার দায়িত্বে রাখার চেষ্টা করবেন। সম্পাদনা – অলক কুমার