নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকা থেকে বুধবার (২৭ মার্চ) রাতে ঢাকাগামী একটি মাইক্রেবাস থেকে ৯৬৬ বোতল বিক্রি নিষিদ্ধ ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে মহাসড়কের রাবনা বাইপাসে ওই গাড়িতে তল্লাশি চালানো হয়।
আরো পড়ুন – সাংবাদিকদের মধ্যস্থতায় নিষিদ্ধ পলিথিনের জব্দকৃত ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ
তল্লাশিকালে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৬৬ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ ও চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল সেট, নগদ এক হাজার ৬৫০ টাকা ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
ঘটনার সাথে যুক্ত আটককৃতরা হচ্ছেন- লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মো. কফুর উদ্দিনের ছেলে মো. দুলু মিয়া (৪০), একই এলাকার মো. আমিনুল হকের ছেলে মিনাজুল ইসলাম (২১) এবং একই উপজেলার সেবকদাস নিথক গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. রহিম বাদশা (২৭)।
এসময় মাইক্রোবাস চালক মো. রিপন ইসলামকেও (২২) আটক করা হয়।
র্যাব-১৪ আরও জানায়, আটককৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করতেন।
আরো পড়ুন – গোয়েন্দা পুলিশের বুদ্ধিমত্তায় খড়ের নিচে লুকিয়ে রাখা ২৭ কেজি গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার
তারা রংপুর জেলা থেকে আমদানী নিষিদ্ধ অবৈধ ভারতীয় ফেনসিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
আটককৃতদের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।