গোয়েন্দা পুলিশের বুদ্ধিমত্তায় খড়ের নিচে লুকিয়ে রাখা ২৭ কেজি গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের বুদ্ধিমত্তায় খড়ের নিচে লুকিয়ে রাখ ২৭ কেজি গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশের বুদ্ধিমত্তায় খড়ের নিচে লুকিয়ে রাখ ২৭ কেজি গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

নাগরপুর সংবাদদাতা :  টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া থেকে খড়ের গাঁদার নিচে লুকিয়ে রাখা ২৭ কেজি উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) সদস্যরা।

এসময় মো. সাইফুল ইসলাম (২৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি সদস্যরা।

রোববার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে এই অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রটি জানায়, আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নাগরপুর থানাধীন পাকুটিয়া বাজারে জনৈক আব্দুল আলিম মাস্টারের মুদি দোকানের সামনে কপিতয় মাদক ব্যবসায়ীর মধ্যে মাদকের একটি বড় চালান হস্তান্তর হচ্ছে।

এই সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) সেখানের গিয়ে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা উদ্ধারসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায় সাইফুল ইসলাম মির্জাপুর উপজেলার দুল্যা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

এরপর সে জানায় মো. সিরাজ শিকদার (৪০) এর নিকট হতে গাঁজা ক্রয় করেছে। পরবর্তীতে সাইফুলের দেয়া তথ্য মতে সিরাজ শিকদার বাড়িতে অভিযান চালিয়ে খড়ের গাঁদা থেকে আরো ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য আট লক্ষ ১০ হাজার টাকা।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিরাজ শিকদার ও তার স্ত্রী শিউলি বেগম পালিয়ে যায়।

এই ঘটনায় নাগরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।