নৌবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে খুলনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (১৯ মে) মধ্যরাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ভুয়া কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের কপি, মোবাইল ফোন, ব্যাংকের চেক, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও সার্টিফিকেটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: আশিকুর রহমান, সাকিল আহমেদ, আলী, নয়ন আলী, শামীম ইসলাম, আব্দুল বারী, ফরহাদ মণ্ডল, মো. মোস্তাকিন, রিয়াজ মোল্লা ও মো. আমিরুল ইসলাম। তাদের মধ্যে একজনের বয়স ৪০ হলেও বাকিরা ১৯ থেকে ২৩ বছর বয়সী।
সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই সুমন হাওলাদার জানান, গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নৌবাহিনীতে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিতেন। চক্রটি অন্তত ৩৮ জন প্রার্থীর কাছ থেকে ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে।
যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান, নৌবাহিনীর মতো গুরুত্বপূর্ণ বাহিনীতে দুর্নীতির মাধ্যমে ভর্তির চেষ্টা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। এমন চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টায় সোনাডাঙ্গা থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।