টাঙ্গাইলে বাবার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে ছোট্ট দুই এতিম শিশু ও স্ত্রীসহ এলাকাবাসী।
সোমবার সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়ার রোডে ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচির পালিত হয়।
মানববন্ধনে নিহতের ছেলে পঞ্চম শ্রেণি পড়ূয়া মুশফিকুর রহমান কথন বলেন, আমার বাবাকে এক বছর আগে মেরে ফেলেছে। হত্যাকারীরা বাড়ীর সামনে দিয়ে যাতায়াত করে এবং আমাদেরও মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু প্রশাসন কিছুই করে না। এসময় শিশু কথন কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, সবার বাবা স্কুলে আসে, আমার বাবা আসে না। আমার বাবাকে মেরে ফেলছে। আসামিদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে দেখে আমার খুব কষ্ট হয়। তারা সারাক্ষণ আমাদের ভয় দেখায়। দেখুন ভিডিওতে –https://youtu.be/5XueB56VEFQ
এসময় শিশু কথন ও তার মা অভিযোগ করে বলেন, খুনীরা টাকা দিয়ে প্রশাসন কিনে ফেলছে। তাই তাদের গ্রেফতার করা হচ্ছে না।
মানববন্ধনে নিহত ছানোয়ার হোসেন ছেলে ও স্ত্রী আসামিদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে নগর জালফৈ এলাকায় মারামারির ঘটনায় ব্যবসায়ী মো. ছানোয়ার হোসেনকে উপর্যপুরী আঘাত করলে তিনি নিহত হন।