মির্জাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ও শুভুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
আরও পড়ুন- মির্জাপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ৮ সদস্যের
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ডা. কে এম শরীফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বরাটি নরদান বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, শুভুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ভানু প্রমুখ।
প্রধান অতিথি দুই বিদ্যালয় চত্বরে দুটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।