ডেস্ক নিউজ : বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়া তিন ব্যক্তির নিকট থেকে ভাড়া আদায় করায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বা টিটিই।
সাময়িক বরখাস্ত হওয়া ওই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বা টিটিই হলেন শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৫ মে) ট্রেনে সফররত ওই তিন যাত্রীর কাছ থেকে ভাড়া আদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই পাকশী বিভাগীয় রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে টিটিই শফিকুলকে বরখাস্তের আদেশ জানানো হয়।
আরো পড়ুন – প্রধানমন্ত্রীর ঈদ উপহার থেকে বঞ্চিত টাঙ্গাইলের অধিকাংশ গণমাধ্যম কর্মী
শফিকুল ইসলাম রেলওয়ে জংশন স্টেশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত ছিলেন।
ওই তিন যাত্রীর সঙ্গে অসদাচারণের কারণেই তাকে সাময়িক বরখাস্তের এই শাস্তি দেওয়া হয় বলে দাবি তার; তবে বরখাস্তের আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তিনি জানান, ৫ মে রাতে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ছিলেন। ওই ট্রেনে ডিউটিরত অবস্থায় তিনি বরখাস্তের আদেশটি জানতে পারেন।
ঘটনার বিবরণ –
বরখাস্তকৃত টিটিই ও রেলের একাধিক সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ৫ মে দিবাগত রাতে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে চেপে বসেন।
এসময় ট্রেনের কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন।
টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নুরুল আলমের পরামর্শ চাইলে তিনি সর্বনিম্ন সাধারণ ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন।
আরো পড়ুন – ঈদের ছুটিতে সড়কে ৪৮ শতাংশ মৃত্যুর কারণ মোটরসাইকেল দুর্ঘটনা
এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন ট্রেনযাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা সুলভ শ্রেণির ভাড়া নিয়ে টিকিট বানিয়ে দেন।
ওই তিন যাত্রীদের সঙ্গে কোন অসদাচরণ বা জরিমানা আদায় করা হয়নি বলেও দাবি করেছেন শফিকুল। সে সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
সূত্র জানায়, ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে লিখিত কোনো অভিযোগ না করলেও তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণ’ করার অভিযোগ করেন।
এই অভিযোগের প্রেক্ষিতে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এ বিষয়ে রেল কর্মকর্তা নাসির উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাইনি; তবে সুন্দরবন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী তিন যাত্রীর সঙ্গে কর্তব্যরত টিটিই অসদাচরণ করেছেন বলে তারা রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে অভিযোগ দেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে টিটিই শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।
কোনো তদন্ত ছাড়াই একতরফাভাবে বরখাস্তের আদেশের ব্যাপারে তিনি কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি। সম্পাদনা – অলক কুমার