হঠাৎ বিশ্বজুড়ে উধাও হলো ফেসবুক!
নিজস্ব প্রতিবেদক : মেটার আওতাধীন ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে।
যার ফলে হঠাৎ করেই অধিকাংশেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর আইডি লগআউট হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক বন্ধ হওয়ার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাতে থাকেন ব্যবহারকারীরা।
এদিকে, বিভিন্ন মারফতে জানা যায় যে এই সমস্যা আগামী একদিন পর্যন্ত থাকতে পারে। একদিন পরেই আবার ঠিক হয়ে যাতে ফেসবুক আইডি।
আরো পড়ুন – আ’লীগ নেতার নেতৃত্বে রাতের আধাঁরে নদীর পাড় কেটে মাটি বিক্রি
তবে কেউ একাধিকবার তার আইডি লগইন করার চেষ্টা করলে আইডি বাতিলও হয়ে যেতে পারে।
দেশে ও দেশের বাইরে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার।
এ সময় অনেকেই ভেবেছিলেন যে, তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে।
পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি।
এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগরি ত্রুটি।
ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত সাড়ে ৯টার দিক থেকে আমি আমার ফেসবুকে ঢুকতে পারছি না। পরে খোঁজ নিয়ে জানতে পারি ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে জানান, আমরা কাজ শেষে সাধারণত রাতে ফেসবুক চালিয়ে থাকি।
হঠাৎ করেই দেখি ফেসবুক লগআউটি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আইডি হ্যাক হয়ে গেল না তো। পরে জানতে পারি ফেসবুকের কারিগরি ত্রুটি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন।
আরো পড়ুন – খান ও সিদ্দিকী পরিবারের ‘বন্ধন’, ত্যাগীদের প্রত্যাশা হইব্রিডের পতন
তাদের অভিযোগ, তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকর আইডি লগআউট হয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে।
বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।