দীর্ঘ প্রতিক্ষা পর টাঙ্গাইলবাসীর আরো একটি দূর্ভোগের অবসান হতে যাচ্ছে। এটি হচ্ছে টাঙ্গাইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের পার্ক বাজার – প্যাড়াডাইস পাড়া সড়ক। সড়কটি পূণর্নিমাণের দরপত্র আহবান করা হয়েছে। টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় লাখো মানুষ যাতায়াত করেন। তা সত্ত্বেও এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন একটি অবহেলিত ছিল। বছরের প্রায় ১০ মাস এই সড়কে থাকত জলাবদ্ধতা ও কাঁদা। সেই অবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকাবাসী, বাজারের খুচরা-পাইকারী ব্যবসায়ী ও ক্রেতা সহ লাখো মানুষ।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন বলেন, এটা টাঙ্গাইল পৌরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। মানুষের এই দাবিকে টেকসই করার চেষ্টা থাকবে। এই রাস্তাটি নিয়ে অনেক ভোগান্তিতে ছিলেন। শুধু তাই নয়, তিনি মেইন রোডের হক মার্কেট হতে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ড্রেন ও রাস্তার কাজও প্রক্রিয়াধীন আছে বলে জানান।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে প্রথমে প্যারাডাইস পাড়া মন্দিরের ভিতরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং পরে তিনি সকাল ১০টার দিকে অপর রাস্তা বিষয়ে কলেজ পাড়া নূরানী মসজিদ সংলগ্ন মির্জা বাড়িতে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসান, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর লিটন, মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, কেন্দ্রীয় যুবলীগের কর্মী মুজাহিদুল ইসলাম শিপন ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাফুজুর রহমান রোজ প্রমুখ উপস্থিত ছিলেন।