করটিয়ায় আবেদা খানম গালর্স হাই স্কুল এন্ড কলেজে বিজয় দিবস পালিত

টাঙ্গাইলে সদর উপজেলার করটিয়ার আবেদা খানম গালর্স হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে যথাযথ মর্যাদায় সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস পালিত ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমানের সভাপত্বিতে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান আনছারী।

এই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম কায়েস অভিভাবক সদস্য শিপন মিয়া, শফিকুল ইসলাম রতন, শিক্ষক সঞ্জয় কুমার চৌধুরী, বজলুর রহমান মিয়া, মীর আনিছুর রহমান, প্রদীপ চন্দ্র শীল, সরকারী সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারী, সদর থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক আরজু মিয়া প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে স্কুলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্গন, উপস্থিত বক্তব্য কবিতা আবৃতি ও বঙ্গবন্ধু প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন করা হয়। এর আগে রাত ১২টা ০১ মিনিটে করটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।