টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের চিপস তৈরির অভিযোগে “মম ফুড প্রোডাক্টস” নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে উপজেলার পালিমা এলাকার সয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদন কক্ষ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। চিপস প্যাকেজিংয়ে স্বাস্থ্যসম্মত মান বজায় রাখা হয়নি এবং উৎপাদনের আগেই প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার মতো গুরুতর অনিয়মও পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও খায়রুল ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা নাগরিকদের মৌলিক অধিকার। জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়— এমন খাদ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের তদারকি ও অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।”











