কালিহাতীতে প্রতিবন্ধী ও অটিষ্টিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবন্ধী ও অটিষ্টিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছ চারান গ্রামে অবস্থিত ঘাসফুল প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার পাছ চারান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন – জাতীয় সাংবাদিক সংস্থার নাগরপুর ইউনিট গঠন : সভাপতি-আনোয়ার, সম্পাদক-বাবু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)’র সভাপতি আবরার এইচ কে ইফসুফজাই (তনু)।

এসময় স্বাগত বক্তব্য রাখেন- গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরিফিন।

প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আ’লীগ নেতা মো. জাকির হোসেন, খন্দকার আ. মাতিন, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নাগবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, বল্লা ইউপি চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, কোকডহরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সুফিয়ান তালুকদার সেন্টু, সহ-সভাপতি মশিউর রহমান সিদ্দিকী তুহিন, সাধারণ সম্পাদক মো. বাকির হোসেন প্রমুখ।

আরো পড়ুন – ফারুক ভাই যুদ্ধের সময় কোনদিন বন্দুক ধরে দেখে নাই : কাদের সিদ্দিকী

ঘাসফুল প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও ৫ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।