কালিহাতী-বড়চওনা সড়কের ৪নং বেইলি ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী-বড়চওনা সড়কের নোন্দাকুড়ী ৪নং বেইলি ব্রীজের ঝাঁলাই খুলে গিয়ে পাটাতন প্রায় চব্বিশ ইঞ্চি দেবে গেছে।

দেবে যাওয়া সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে স্থানীয় জনসাধারণসহ সকল প্রকার যানবাহন।

সরেজমিনে দেখা যায়, কালিহাতী-বড়চওনা, দেওপাড়া, পারখী সড়কে চলাচলকারী ভ্যান, যাত্রীবাহী সিএনজি, ইজিবাইক, পণ্যবাহী পিকআপ ভ্যান ও ট্রাক মারাত্মক ঝুঁকি নিয়ে পার হচ্ছে।

ইজিবাইক চালক রাসেল বলেন, করোনার কারণে এবাই যাত্রী কম।

যাত্রী প্রতি ১০ টাকা ভাড়ায় কালিহাতী কলেজ মোড় থেকে কস্তুরীপাড়া পর্যন্ত যাত্রী পরিবহন করে সংসার চালাই।

গাড়ি বেশি সিরিয়াল পাইতেও দেরি হয়।

এহন আবার ঘুইরা যাইতে সারাদিনে কয়টা ট্রিপ পামু? সংসার কেমনে চলবে?

আরেক চালক রতন সরকার বলেন, আমগোরে এমপি সোহেল হাজারী ও অফিসারদের কাছে দাবি খুব তাড়াতাড়ি ব্রীজটা জরুরী মেরামত করা দেওয়া হোক এবং পাকা ব্রীজ নির্মাণ করুন।

এই বিষয়ে এলজিইডির কালিহাতী উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান মুঠোফোনে বলেন, আমাদের পিডি (প্রজেক্ট ডিরেক্টর) স্যার ও কনসালটেন্টরা এই সেতুটি পরিদর্শন করে গেছেন।

এই সড়কের এটি ৪ নং সেতু। প্রথমে এই সেতুটি মেরামত করা হবে।

এসময় তিনি আরো জানান, এই সড়কের ৫টি সেতু আগে সড়ক ও জনপথ বিভাগের ছিল।

পরবর্তীতে সেগুলো এলজিইডি’কে হস্তান্তর করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

এখন এগুলো দ্রুত মেরামত বা নতুন করে নির্মাণ করা হবে।