টাঙ্গাইলে র্যাবের অভিযানে ঢাকা জেলার সাভার মডেল থানার ক্লুলেস ফজলে রাব্বি (২২) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামী গ্রেফতার হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ি এলাকাহতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঢাকা জেলার সাভার এলাকার রাতুল ভূইয়া (২২) ও ফাহিমা আক্তার ইতি (২৩)। শনিবার (১ নভেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার সাভার এলাকার ফজলে রাব্বি (২২) নিজ বাড়িতে গরু লালন পালন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ১৭ অক্টোবর বিকেলে নিজ বাড়ি হতে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
এরপর সে বাড়ি ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় ১৯ অক্টোবর তার মামা ওহাব আলী একটি নিখোঁজ ডায়েরি করেন। গত ৩০ অক্টোবর দুপুরে বাড়ির লোকজন সংবাদ পায় যে সাভার থানাধীন উত্তর কমলা এলাকায় জনৈক্ বিলায়েত হোসেন (৫০) এর মালিকানাধীন পরিত্যক্ত জঙ্গলের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর একটি মৃতদেহ পড়ে আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজলে রাব্বি’র লাশ শনাক্ত করে। পরবর্তীতে এই ঘটনায় ফজলে রাব্বি’র মামা মোঃ ওহাব আলী (৪০) বাদী হয়ে ৩০ অক্টোবর সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের হওয়ার পর আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিসি-২, র্যাব-৪, ঢাকা সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (৩১ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ি এলাকা হতে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী রাতুল ভূইয়া (২২) এবং ফাহিমা আক্তার ইতি (২৩) থানা- সাভার, জেলা- ঢাকাদ্বয় কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাভার থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।











