গেটম্যানের দাবিতে ট্রেন থামিয়ে টাঙ্গাইলে মানববন্ধন

গেটম্যানের দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিংএ গেটম্যানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া রেলক্রসিং এলাকায় পাঁচ গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ২০ মিনিট আটকে রাখা হয়।

আরো পড়ুন – বিন্দুবাসিনী’র সীমানা প্রাচীর অপসারণ বন্ধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

এসময় বক্তব্য রাখেন, সল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মো. হুমায়ন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকে হাতিয়ার এই রেলক্রসিংএ শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছে।

পেইজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন – https://www.facebook.com/JournalistAlokKumar

তারপরেও এই ক্রসিংএ রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি রেল কর্তৃপক্ষ।

রেলগেট ও গেটম্যানের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে এলাকাবাসী। সম্পাদনা – অলক কুমার