গোপালপুরে শিক্ষকের প্রহারে আহত স্কুলছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষকের প্রহারে আহত শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

গোপালপুর সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শিক্ষকের প্রহারে নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার গোপালপুর পৌর শহরের সূতী ভি.এম. সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গনিতের ক্লাস চলার সময় ক্লাস টিচার রফিকুল ইসলাম মাসুম ছাত্রী মাতৃ আক্তার রিয়া নামক এক ছাত্রীকে মাথায় আঘাত করে।

আরো পড়ুন – টাঙ্গাইলে কলেজছাত্রীর রহস্যজনক মৃ-ত্যু, স্বামী আটক

ওই ছাত্রী জানায়, ভুলক্রমে ক্লাসে সাধারণ গনিত বইয়ের পরিবর্তে উচ্চতর গনিত বই নেয়ার অভিযোগে তাকে বকাঝকা শুরু করে।

তারপর তোকে মেরেই ফেলবো বলে চিৎকার দিয়ে একটি শক্ত মলাটের বই হাতে নিয়ে তার মাথায় জোরে আঘাত করে ওই শিক্ষক।

জমি বিক্রয় নোটিশ

এরপর অনেকক্ষণ বকাঝকা করার পর তাকে ক্লাসে চল্লিশ মিনিট সময় সটান দাঁড় করিয়ে রাখে।

আরো পড়ুন – টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেও উড়ছে জাতীয় পতাকা

একসময়ে প্রচন্ড মাথা ব্যথায় সে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, ছাত্রীর মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে।

মাথার বাম পাশ ফুলে জখম হয়েছে। ভেতরে কতোটা রক্তক্ষরণ হয়েছে তা সিটি স্ক্যান ছাড়া বলা যাবেনা।

খবর পেয়ে আহত ওই ছাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক

তিনি জানান, কোন শিক্ষার্থীকে শারিরীক বা মানসিক আঘাত করার অধিকার কারোও নেই। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার

আরো পড়ুন – সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারেরর বিরুদ্ধে মানববন্ধন

ভিডিওতে দেখুন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পতাকার অবমাননা – https://fb.watch/ddYwzhCdRa/