গোপালপুর পৌরসভা নির্বাচনে ৫৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

গোপালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৭ মেয়র প্রার্থীসহ ১০ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪১ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মেয়র পদে মনোনয়ন পত্র জমাকারীরা হলো- মো. রকিবুল হক ছানা (আওয়ামী লীগ), জাহাঙ্গীর আলম রুবেল (বিএনপি) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন (আওয়ামী বিদ্রোহী), জিল্লুর রহমান শিহাব, খন্দকার শাহজাহান ভিপি, মো. বেলায়েত হোসেন ও আশরাফুজ্জামান আজাদ।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা হলেন- সংরক্ষিত আসন ১, ২, ৩ – মমতাজ খানম, মোছা. বিউটি বেগম, মোছা.রহিমা বেগম; ৪, ৫, ৬ – মোছা. রুনা বেগম, মোছা. লাইলী বেগম, চায়না, হাওয়া খাতুন; ৭, ৮, ৯ – রাবেয়া সুলতানা, মোছা. ছাবিনা বেগম, মোছা. হালিমা বেগম।

পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের ৪১ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এরা হলেন- ১ নং ওয়ার্ডে- মো. বাবলু শেখ, নজরুল ইসলাম মো. মনিরুজ্জামান; ২ নং ওয়ার্ডে- মো. বাবলু মিয়া, শাহীন, মো. সেকান্দর আলী, মো. আসাদুজ্জামান কুরবান, মো. হাফিজুর রহমান হাবু, মো. হিরা শেখ; ৩ নং ওয়ার্ডে- খন্দকার মাহবুবুল আলম মঞ্জু, মো. সেকেন্দার আলী, সাইফুল ইসলাম, মো. মেয়ন উদ্দীন, মো. আল মামুন, মো. জোয়াহের আলী, মান্নান; ৪ নং ওয়ার্ডে- মো. দুলু মিয়া, আয়নাল হক, মো. জাকির হোসেন, মো. কিতাব আলী, মো. আজগর আলী; ৫ নং ওয়ার্ডে- মো. সেলিম উদ্দিন, মো. মোজাম্মেল মিয়া, মো.রফিকুল ইসলাম মঞ্জু, উজ্জল মিয়া, মো.জুয়েল সরকার, মো.আনোয়ার হোসেন. মো.আব্দুল লতিফ; ৬ নং ওয়ার্ডে- মো.বেল্লাল হোসেন, মো. নাছিরুউল আলম সিকদার নাসিম, মো.আব্দুস সোবহান; ৭ নং ওয়ার্ডে- মো. শামসুল আলম, মো. আ. মজিদ, মো. মোবারক আলী খান, মো. আ. সালাম; ৮ নং ওয়ার্ডে- মো. শাহিন মিয়া, মো. মনিরুজ্জামান মনি, মো. লুৎফর রহমান, মো. নাসির উদ্দিন; ৯ নং ওয়ার্ডে- কে এম মাজহারুল হক (শামীম), মো. নাসির উদ্দিন।

এরপর ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৪ ফেব্রুয়ারি ইলেকট্রিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্পাদনা – অলক কুমার