চির বিদায় নিলেন শব্দ সৈনিক কুলছুম জামান

ডেস্ক নিউজ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কুলছুম জামান (৮২) মৃত‌্যুবরণ ক‌রে‌ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বার্ধক‌্যজ‌নিত রোগসহ বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে ঢাকার এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শ‌নিবার ভো‌রে তার মৃত্যু হয়।

কুলছুম জামান টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামা‌নের স্ত্রী; ঢাকা ক্লা‌বের সভাপ‌তি খন্দকার ম‌শিউজ্জামান রো‌মে‌ল ও সংর‌ক্ষিত আস‌নের সংসদ সদস‌্য অপরা‌জিতা হ‌কের গর্ভধারিনী।

ছে‌লে খন্দকার ম‌শিউজ্জামান রো‌মেল মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া জানান, খন্দকার কুলছুম জামা‌নের জানাজা নামাজ তাদের গ্রা‌মের বা‌ড়ি টাঙ্গাইলের গোপালপু‌রের নারুচী‌তে অনু‌ষ্ঠিত হ‌বে।

এরপর পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহুম খন্দকার আসাদুজ্জা‌মানের কব‌রের পা‌শে দাফন করা হ‌বে।

মৃত‌্যুকা‌লে তি‌নি এক ছে‌লে, এক মে‌য়েসহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন। সম্পাদনা – অলক কুমার