রাসায়নিক রং ব্যবহার অনেকের জন্য চুলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রাকৃতিক বিকল্প হিসেবে মেহেদি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেকে মেহেদির রং আরও গাঢ় করতে এর সঙ্গে কফি গুঁড়া মিশিয়ে থাকেন। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি আসলেই কতটা কার্যকর ও নিরাপদ?
বিশেষজ্ঞরা বলছেন, মেহেদির সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলে চুলে তাৎক্ষণিকভাবে গাঢ় রং আসতে পারে। তবে এটি স্থায়ী নয়—কয়েকবার শ্যাম্পু করার পরই রং হালকা হয়ে যায়।
চুল ও মাথার ত্বকে প্রভাব ‘পাবমেড সেন্ট্রাল’-এ প্রকাশিত এক গবেষণা অনুসারে, ক্যাফেইন চুলের গোড়াকে শক্ত করে এবং পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে। এটি চুল পড়া কমাতেও ভূমিকা রাখতে পারে। অন্যদিকে আরেকটি গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
তবে অতিরিক্ত কফি ব্যবহারে উল্টো ক্ষতি হতে পারে। এতে চুল রুক্ষ, দুর্বল ও ভেঙে পড়ার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা খুবই জরুরি।
যাদের সতর্ক থাকা উচিত যাদের ত্বক সংবেদনশীল অথবা কফি অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের অবশ্যই কফি বা মেহেদি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ ঘরোয়া টোটকা সবার জন্য সমানভাবে নিরাপদ নাও হতে পারে।