অলক কুমার : টাঙ্গাইলের সৌখিন বাগানপ্রেমীদের চতুর্থ বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সখের বশে বাগান করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সৌখিন বাগানপ্রেমীরা ভার্চুয়্যাল গ্রুপের ক্রিয়েটর এডমিন ফিরোজ কবীর।
আরো পড়ুন – করটিয়া হাটের ভিটি বরাদ্দে দুর্নীতি পেয়েছে দুদক
এর আগে জাতীয় সংগীত ও কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে একশ দুই জন সদস্য রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে ৯৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
এই বর্ষপূর্তি ও মিলনমেলায় বাগানীদের মধ্যে বর্ষসেরা বাগানী, বর্ষসেরা কনট্রিবিউটর, বর্ষসেরা ফটো স্যুটকারী, বর্ষসেরা পরিপাটি বাগানী ও বর্ষসেরা সম্মানিত বাগানীকে পুরষ্কৃত করা হয়।
আরো পড়ুন – বাসাইলে রিসোর্ট ও স্পা সেন্টারের কারণে নিরাপত্তা ঝুঁকিতে বালিকা বিদ্যালয়ের মেয়েরা
এছাড়াও গ্রুপের পক্ষ থেকে লটারীর মাধ্যমে ৩৫ জন সদস্যকে “ইন্ডিয়ান পুনে জবা” ফুল গাছ উপহার দেয়া হয়।
অনুষ্ঠানের আগে গ্রুপে চলমান কার্যক্রমে ৫০ জন সদস্যকে তাদের পছন্দ মতো গাছ উপহার দেয়া হয়।
মিলন মেলায় বক্তব্য রাখেন- সাবিহা পারভীন, মেহেদী হাসান, সাংবাদিক অলক কুমার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সৌখিন বাগানপ্রেমীরা গ্রুপের এডমিন নারগিস আক্তার। অনুষ্ঠানটি সঞ্চলন করেন- সৌখিন বাগানপ্রেমীরা গ্রুপের এডমিন হারুন আল রাশিদ ও বুলি ফিরোজা।
আরো পড়ুন – ১৫ দিনের মধ্যে সেই রিসোর্টের গেইট সরানোর নির্দেশ!
অনুষ্ঠানে গ্রুপের এডমিনদের মধ্যে উপস্থিত ছিলেন- রোকসানা বেগম, ফারহানা লিজা, আজিম বকুল, ইজাজুল হক, মিথুন, জিয়াউল জিয়া প্রমুখ।