নিজস্ব প্রতিবেদক : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে ৫৮টি কেন্দ্রের মধ্যে একজন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।
চলতি নির্বাচনে জেলায় এই প্রথম কোন নারী কর্মকর্তা দায়িত্বে ছিলেন।
বুধবার অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের নির্বাচনে বাসাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ডা. প্রিয়াংকা দাস।
তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিবার পরিকল্পনা বি়ভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
১৯৭২ সালে স্থাপিত বাসাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা ১৭৭৪ জন। এর মধ্যে নারী ৯২৪ আর পুরুষ ৮৫০ জন।
কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন তিনজন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য।
কেন্দ্রে-দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান বলেন, আমাদের কেন্দ্রে নারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্বে থাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি।
এখন পর্যন্ত কেন্দ্রের নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা ডা. প্রিয়াংকা দাস বলেন, অফিসার অফিসারই, নারী ও পুরুষ এক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা নয়।
এ উপজেলায় দায়িত্ব পালনরত ৫৮ জন প্রিজাইডিং কর্মকর্তার মধ্যে আমি একমাত্র নারী। আমি স্বাচ্ছন্দে দায়িত্ব পালন করছি।
আমাকে উপজেলা প্রশাসন সহ সকলেই সহযোগিতা করছেন। কোন সমস্যা নেই এই কেন্দ্রে।
সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে সাড়ে পাঁচ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে।
এবিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহরুখ খান জানান, ডা. প্রিয়াংকা দাস স্বেচ্চায় প্রিজাইডিং এর দায়িত্ব নিয়েছেন।
এ উপজেলার ৫৮ জন প্রিজাইডিং কর্মকর্তার মধ্যে তিনিই একমাত্র নারী। দায়িত্ব পালনে আমরা তাকে সার্বিক সহযোগিতা করছি।
এছাড়া জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ডা. প্রিয়াংকা দাস একমাত্র ও প্রথম প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এই নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম পূণরায় নির্বাচিত হয়েছেন।