টাঙ্গাইলে চাপাতি ও ছুরিসহ তিন যুবক গ্রেফতার

চাপাতি ও ছুরিসহ তিন যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ডাকাতির প্রস্তুতির সময় ধারালো অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী রোডস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

আটককৃতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. খালেদ মাহমুদ কিরন (২৯), থানাপাড়ার মো. আব্দুল হাই হাওলাদারের ছেলে মো. সজল হাওলাদার (২৫) ও বেপারীপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান অনুপ।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম জানান, শনিবার রাতে সদর উপজেলার মীরের বেতকা বোয়ালী এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে এসআই শুভ সাহার নেতৃত্বে এক দল পুলিশ ওই তিন ডাকাতকে আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন সঙ্গী পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা – অলক কুমার