টাঙ্গাইলে লোকসাংস্কৃতিক উৎসব ও যাত্রা প্রদর্শনী চলছে

লোকসাংস্কৃতিক উৎসব

নিজস্ব প্রতিবেদক : মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী লোকসাংস্কৃতিক উৎসব ও যাত্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ২৯ ও ৩০ মার্চ এই দুইদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিকাল ৫টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রয়েছে বাউল গান, লোকসঙ্গীত, লাঠি খেলা, লোকনৃত্য, সংযাত্রা ও যাত্রা পালা।

প্রথম দিন ২৯ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধ ফজলুর রহমান খান ফারুক।

খবরবাংলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার; টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর; টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি; টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী ও টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এ্যাড. জাফর আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. মো. আতাউল গনি।

দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। প্রথমেই থাকবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লাঠি খেলা। এরপর বাউল গান, লোকনৃত্য, লোক সঙ্গীত, সংযাত্রা ও যাত্রা পালা অনুষ্ঠিত হবে। সম্পাদনা – অলক কুমার