নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অভিযোগ প্রতিকার এবং ব্যবস্থাপনা বিষয়ে স্টোক হোল্ডারদের সমন্বয়ে বিআরটি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বিআরটি’র জেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল বিআরটি’র সহকারী পরিচালক আলতাব হোসেন।
আরও পড়ুন- মির্জাপুরে ২৯ টি অবৈধ কয়লা চুল্লি গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত
মোটরযান পরিদর্শক গোলাম ছরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটি অফিসের কামরুল হাসান, এনি আক্তার ও আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিআরটি’র সহকারী পরিচালক আলতাব হোসেন স্টোক হোল্ডারদের সকল অভিযোগের প্রতিকার ব্যবস্থা নিয়ে র্স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
তিনি বলেন, সেবার মান নিয়ে সব সময় নজর রাখা হচ্ছে। হয়রানি ছাড়াই যাতে সকলে সেবা পায় সেই ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই স্টোক হোল্ডারা বিআরটি’র সহকারী পরিচালক আলতাব হোসেনকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সন্মান জানানো হয়।