ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় দুইটি আসনে নতুন মুখ স্থান পেয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির। আর টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে মনোনয়ন পেয়েছেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল–যুবদল নেতা রবিউল আউয়াল লাভলু।
মনোনয়ন ঘোষণার পর থেকে উভয় প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা ইতিমধ্যে জোরদার গণসংযোগ শুরু করেছেন এবং হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছেন।
ঘাটাইল আসনের রাজনৈতিক চিত্র ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঘাটাইল আসন অতীতে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দখলে ছিল। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য ছিলেন বিএনপির লুৎফর রহমান খান আজাদ। তবে ২০০৮ সালের পর থেকে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। এবারের মনোনয়নে বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত এসএম ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে লুৎফর রহমান খানের অনুসারীরা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।
নাসির বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম। জেল-জুলুম সহ্য করেও আদর্শ থেকে সরে যাইনি। দল আমাকে মূল্যায়ন করেছে। ঘাটাইলবাসীর ভালোবাসা নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব।”
টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের অবস্থা এই আসনে সর্বোচ্চ ১৭ জন বিএনপি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সাবেক এমপি গৌতম চক্রবর্তী দীর্ঘদিন এ আসনে বিএনপির নেতৃত্ব দিয়েছেন, তবে তাঁর মৃত্যুর পর এবার নতুন নেতৃত্ব সামনে এলো। মনোনয়নপ্রাপ্ত রবিউল আউয়াল লাভলু বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। নাগরপুর–দেলদুয়ারকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।”
রাজনৈতিক প্রেক্ষাপট ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন, অনেকে কারাবন্দি। জাতীয় পার্টিও কার্যত নিষ্ক্রিয়। অন্যদিকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামসহ একাধিক দল নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে।











