নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর থেকে ২৮ বোতল বিদেশি মদসহ এক আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
মঙ্গলবার (২৪ মে) ভোরে উপজেলার অরনখোলা ইউনিয়নের জলছত্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন – নিজেকে নির্দোষ প্রমাণ করতেই লোক ভাড়া করে মানববন্ধন করেছে চেয়ারম্যান
গ্রেপ্তারকৃত যুবকের হলো- জলছত্র এলাকার মৃত নিহার দফোর ছেলে তুষার রেমা (৩৫)।
টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) এর একটি দল মধুপুরের জলছত্র এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২৮ বোতল বিদেশি মদসহ আদিবাসী যুবক তুষার রেমাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন – টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেও উড়ছে জাতীয় পতাকা
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত তুষার রেমা চোরাই পথে বিদেশি মদ সংগ্রহ করে মাদকসেবীদের কাছে সরবরাহ করছিল।
এ বিষয়ে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার
আরো দেখুন – https://fb.watch/ddYwzhCdRa/